ফর্মাল প্যান্ট এর টিকেট পকেট সেলাই
প্যান্ট এর টিকেট পকেট তৈরী করার জন্য বেল্ট এর কাপড় কেটে নিতে হবে | এবং এই বেল্টটি এক ভাগে ৫ইঞ্চি আর দুই ভাজে আড়াই ইঞ্চি হবে |এর পরে সাইড এর দিক টা মোরা দিয়ে সেলাই করে দিতে হবে এটা দুই সুতা নিতে হবে হাফ ইঞ্চি | সেলাই করার পরে যে হেম সেলাই টা দেওয়া হয়েছে সেটা উল্টা করতে হবে উপরের যে কাটা সাইড টা আছে সেটা উপর দিকে রাখতে হবে | টিকেট পকেট এর জন্য আলাদা একটা কাপড় নিতে হবে যে কাপড়টি ৬ ইঞ্চি চওড়া এবং ১৪ইঞ্চি লম্বা | বেল্ট এর উপরে সমান সাইড করে মিলায়ে সাইড এ হাফ ইঞ্চি এলাউন্স রেখে সেলাই করতে হবে এবং এটা নিচে প্রযন্ত যাইতে হবে না মিডিলে আসতে হবে এর পরে সোজা সেলাই দিয়ে অন্য দিকে আসতে হবে |


সেলাই টা যেন সোজা হয় সেদিকে খেয়াল রাখতে হবে | ঠিক এক এ ভাবে অন্য সাইড এ হাফ ইঞ্চি পরিমাণ আলাউনস রেখে সেলাই করে দিতে হবে| এখন কোনাকোনি করে কেটে নিতে হবে এবং করার সময় খেয়াল রাখতে হবে যাতে সেলাই না কেটে যায় এখন কাপড় তাকে উল্টে দিতে হবে এর পরে একটা চাপ দিতে হবে চাপ দেউর পরে এটা কে ভিতরের দিকে নিতে হবে|একই ভাবে দুইটা সাইড চাপ দিয়ে দিতে হবে এবং চাপ সেলাই দিতে হবে |চাপ সেলাই টা একবারে সাইড থেকে হবে কোনো স্পেস যাতে না থাকে|


চারপাশে সুন্দর করে কাপড় মিলিয়ে সেলাই করে দিতে হবে। এখন পকেটের কাপড়ের সাথে বেল্টটাকে সেলাই দিয়ে আটকে দিতে হবে। একবারে সাইড দিয়ে সেলাই করে আটকে দিতে হবে। ঠিক একইভাবে ঘুরিয়ে সেলাই উপরের দিকে নিয়ে আসতে হবে এভাবে পকেটের মুখ বানানো শেষ। চারপাশে স্পেস সমান পরিমাণ রেখে কাপড়টাকে উপরে আনতে হবে।এভাবে রেখে বেল্ট টাকে সরিয়ে রেখে আগে যে হাফ ইঞ্চি স্পেস রাখা হয়েছিল সেটাকে ভিতর দিকে দিয়ে সেলাই করে দিতে হবে।প্রথমে কাপড়টাকে একবার সেলাই দিয়ে পড়ে পিছের কাপড়টাকে ভরিয়ে দিয়ে চাপ সেলাই দিতে হবে। এরপরে অর্ধেক করে এসে অন্য সাইডের কাপড় টা ভরিয়ে সুন্দরভাবে সেলাই করে দিতে হবে। এখন টিকেট পকেট টাকে বেল্টের সাথে আটকায় দিতে হবে। এখন পকেটের কাপড়ের সাথে বেল্টটা রেখে সেলাই করে দিতে হবে।


বেল্ট থেকে এক সুতা পরিমাণ দূরে রেখে সেলাইটা দিতে হবে না হলে পরে সোজা দিকে সমস্যা হবে। চারপাশে ১সুতা পরিমাণ স্পেস রেখে সেলাই করে দিতে হবে।একইভাবে অন্য সাইডের বেল্টটাকেও জয়েন্ট করে দিতে হবে ।এখন বেল্টের কাপড়টা উল্টিয়ে দিয়ে চাপ সেলাই দিতে হবে। এবং অবশ্যই বেল্টের কাপড়ের উপর থেকে দিতে হবে পেটের কাপড়ের উপরে না আসে সেদিকে খেয়াল রাখতে হবে। এখন বেল্টের লুপ তৈরি করতে হবে। প্রথমে কাপড়টিকে দুইটি ভাজে ভাজ করে হাফ ইঞ্চি পরিমাণ জায়গা রেখে সেলাই করতে হবে ।এভাবে হাফ ইঞ্চি পরিমাণ একটা পাইপিং করে দিতে হবে লম্বা করে সিলাই দিয়ে।সাইডে আসার পর সাইডটাকে আটকায় দিতে হবে এবং আটকে দেওয়ার পরে হালকা কাপড় রেখে কেটে দিতে হবে।



সেলাইয়ের সাইড থেকে বাড়তি যে কাপড়টা সেটা কেটে দিতে হবে এবং সেলাই থেকে এক সুতা পরিমাণ এলাউন্স রাখতে হবে। এরপরে একটা সিক বা সুই এর সাহায্যে লুপটা উল্টিয়ে দিতে হবে।এখন লুপের দুই সাইড থেকে সুন্দর করে দুইটা চাপ সেলাই দিতে হবে এই সেলাই টা না দিলেও কোন সমস্যা নাই কিন্তু দিলে ফিনিশিং সুন্দর হয়। প্রথমে লুপটাকে দুইটি ভাগে সমান করে রেখে কেটে নিতে হবে। এরপরে একটা ভাগ থেকে তিন ভাগ করতে হবে এবং প্রতিটা সাড়ে তিন ইঞ্চি পরিমাণ হবে।