আজকে আপনারা জানবেন প্যান্টের ক্রস পকেট কিভাবে তৈরি করা হয়।প্যান্টের পকেটিংয়ের কাপড়ের উপর প্যান্টের কাপড়টা নিয়ে নিতে হবে পকেটিং এর কাপড়ের সাথে প্যান্টের পাঁচটা মিলিয়ে নিতে হবে। সমান করে মিলায় নিতে হবে। সাইডে যে বাসটা দেখা যাবে সেটার এক ফিট নিচ থেকে সেলাই দিতে হবে।
তারপর ওইটাকে ভেঙ্গে এক ফিট পরিমাণ পেজ রেখে আরেকটা সেলাই দিয়ে দিতে হবে।এটা পকেটের মুখ অর্থাৎ পাস। এক ফিট পরিমাণের স্পেস থেকে সেলাই করে নিতে হবে।এখন পকেটিং এর সাথে বাড়তি যে কাপড়টা আছে প্যান্টের যেটা নিচ দিয়ে বাঁশ দিয়ে সেলাই করা হয়েছে সেটা পকেটিং এর সাথে সেলাই দিয়ে লাগিয়ে দিতে হবে। এটা হচ্ছে পকেটের ভেতরে পাশ এই পার্টটা ভিতরে থাকবে।
অন্য সাইটে পকেটে আর একটা পটি লাগাতে হবে। এটাও একইভাবে এই পাঁচটা মিলিয়ে সেলাই করে নিতে হবে। একইভাবে চারি পাশ থেকে ঘুরে এটাকে সেলাই করে নিতে হবে। নিজের বাকি অংশটুকু কেটে নিতে হবে। পকেটের ভিতরে পার্টিকে উল্টো করে ধরে বাইরের দিকে রেখে সাইটটা মিলিয়ে দুটোকে একসাথে সেলাই করে নিতে হবে। এটা ভিতরের পাস আগে সেলাই দিতে হবে বাইরে দিয়ে। এক ফুট পরিমাণ স্পেস রেখে চার পাশ থেকে ঘুরিয়ে এটাকে সেলাই করে নিতে হবে।সাইডের কোনটা কেঁচি দিয়ে একটু কেটে নিতে হবে যেন সিলাই না কাটে সেলাই টাকে এলাউন্স রেখে হালকা একটু অ্যালাউন্স রেখে কেটে নিতে হবে। তাহলে পকেটটা উল্টানোর সময় সুবিধা হবে।
এবার পকেট তাকে উল্টিয়ে নিতে হবে। বাইরের পাশটা ভিতরে চলে যাবে তখন। পকেট এর পাশটা ভালোভাবে বের করে মিলিয়ে চারপাশ থেকে একবার গড়িয়ে সেলাই করে নিতে হবে। এক ফিট পরিমাণ চারপাশে এলাউন্স রেখে ঘুরিয়ে সেলাই করে নিতে হবে। পকেটের পটির সাথে উপরের প্যান্টের কাপড়টা রক সেলাই এর সাথে মিলায়ে সেলাই করে দিতে হবে। তারপর উপরে পকেটের মুখটা সেলাই করে দিতে হবে। উপর থেকে এক ইঞ্চি নিচে আসবে এক ইঞ্চি নিচে এনে বারটেক দিতে হবে।কোনাকুনি ভাবে বারটেক দিতে হবে।
কারণ এখানে প্রেশারটা বেশি পরে বারটেক না দিলে হয়তো সেলাই টা ছুটে যাওয়ার সম্ভাবনা থাকবে। পকেটিং এর সাথে প্যান্টের উপরের যে কাপড়টা আছে হালকা একটা ফল সেলাই দিয়ে লাগিয়ে দিতে হবে। এভাবে প্যান্টের ক্রস পকেটে করা শেষ।