


প্রথমে কাপড়টিকে দুইটি ভাজে ভাঁজ করতে হবে তারপরে শেপ কাটের রাউন্ড সাইড দিয়ে ৫ ইঞ্চি পরিমাণ রাউন্ড শেপে একটা দাগ কেটে নিতে হবে। যদি দুই দিকে দাগ দেওয়া থাকে তাহলে ঠিক দুই দিকে রাউন্ড শেভ করে কেটে নিতে হবে ঠিক একইভাবে ওই দাগ দুইটা অন্যপাশের কাপড়ে দিয়ে দিতে হবে। এরপরের গলায় যে পরিমাণ দাগ নেওয়া হয়েছে সে পরিমাণ একটা কাপড় নিতে হবে এবং সে মাপের একটা ফিউজিং নিতে হবে এবং এই ফিউজিংটাকে স্ত্রী দিয়ে কাপড়ের সাথে লাগাতে হবে।



কাপড়টা লাগানোর সময় অবশ্যই খেয়াল রাখতে হবে এটা যাতে পাল্টা পিঠে না লাগে উল্টা পিঠে লাগাতে হবে। ফিউজিং না দিলেও চলে কিন্তু এটা দেওয়ার ফলে গলা ব্লাউজ বা কাপড়ের ফিনিশিং অনেক সুন্দর হয়। এখন ফিউজিং এর যে কাপড়টা আছে সেটাকে গলার কাপড়ে লাগাতে হবে এবং পাল্টা পাশে লাগাতে হবে উল্টা পাশে যাতে না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। কাপড়ে লাগানোর আগে যে বাড়তি কাপড়টুকু আছে সেটাকে হেম সেলাই করে দিতে হবে।। এরপরে দাগের উপরে রেখে সেন্টার মিলিয়ে সেলাই করে নিতে হবে। এখন মাঝখান থেকে কেটে দিতে হবে সেলাই থেকে যাতে এক সুতা পরিমাণ এলাউন্স থাকে এদিকে খেয়াল রাখতে হবে।



এরপরে সাইডের পার্টগুলো একটু একটু করে কেটে দিতে হবে যাতে উল্টাতে সুবিধা হয়। সেলাইটা যেন না কাটে এদিকে খেয়াল রাখতে হবে। তারপরে হাত থেকে ফিনিশিং দিয়ে চাপ সেলাই দিতে হবে এবং অবশ্যই চাপ সেলাই টা ফিউজিং এর উপরে হতে হবে বাহিরের কাপড়ের উপর যাতে না আসে। এবং নিচে যে ২সুতা পরিমাণ ফিউজিং রাখা হয়েছিল সেলাই টা ঠিক ওইটার উপর থেকে যাবে।এরপরে ফেউজিং তাকে উল্টিয়ে দিয়ে সুন্দরভাবে হাত দিয়ে ফিনিশিং করে চাপ সেলাই টা দিলে কামিজের গলার নকশা করা শেষ।