শার্টের কলার সেলাই। অথবা কলারের নিচে একটা কাপড় নিতে হবে অবশ্যই নিজের কাপড়টা উল্টা করে নিতে হবে।চারপাশে হাফ ইঞ্চি পরিমাণ আলাউস রেখে কেটে দিয়ে তারপরে ফিউজিং এর একবারে পাশ থেকে সেলাই করে দিতে হবে। কটা পর্যন্ত আসার পরে এখানে একটা সুতা দিতে হবে সুতা দেওয়ার পরে আরেকটা সেলাই দিয়ে সুতা টাকে দুইটা মাথা একসাথে রেখে ভিতরে দিয়ে দিতে হবে সুতাটা। উত্তরটা দেওয়ার কারণ হচ্ছে পরে যখন কলারটাকে যখন উল্টাবেন তখন কনাটা বের করার জন্য সুবিধা হবে সুতা ধরে টান দিলে বের হয়ে যাবে।একইভাবে চারপাশে ঘুরিয়ে সেলাই করতে হবে।
একইভাবে অন্য কোন এসে সুতা দিতে হবে এখানে ওষুধ টা দিয়ে আরেকটা সেলাই করে দিতে হবে। চারপাস থেকে বাড়তি কাপড় কাটতে হবে ২সুতা পরিমান অ্যালাউন রেখে এরপরে চারপাশের বাড়তি কাপড় কেটে দিতে হবে। উল্টানোর পরে চারপাশে সেলাই করে দিতে হবে। সব সময় নিচের কাপড়টা টেনে টেনে সেলাই করতে হবে যাতে ভেতরের কাপড় ঘোচ না থাকে সেদিকে খেয়াল রাখতে হবে। চারপাশে এক ফিট পরিমাণ অ্যালাউন্স রেখে নিচের সাইডে এসে কোন কিছু রাখা লাগবে না একবারে সেলাই দিয়ে দিতে হবে। নিচের সাইডে কোন বাটি কাপড় রাখার দরকার নাই একবারে কাপড় সবার ভাবে কেটে দিতে হবে।
এরপর এটাকে দুটি ভাজে ভাঁজ করতে হবে তারপর মিডিলে একটা সেন্টার করতে হবে ।এখন ব্যাড সেলাই করতে হবে রাউক কাপড় কেটে পেস্টিকের সাথে সেলাই করে দিতে হবে। এখন ব্যাড এবং কলার দুইটাকে একসাথে জয়েন্ট করতে হবে।কলারের মতো এটা কেউ আগে দুটি ভাগে ভাগ করে মাঝখানে একটা সেন্টার করতে হবে।অবশ্যই সেন্টারটা কবে দিতে হবে যাতে পেস্টিভ পর্যন্ত না আসে। এখন একটা বাড়তি কাপড় নিচে রেখে এটার মাপে কেটে দিতে হবে এখন এক্সট্রা কাপড়ের উপর কলার রেখে তার ওপরে ব্যাড তাকে রেখে ২ সুতা পরিমাণ জয়েন্ট করতে হবে।কলারের জন্য ২সুতা পরিমান কাপড় রেখে সেলাই করতে হয় সেভাবে এটাকে সেলাই করতে হবে।
অবশ্যই ব্যাড এবং কলার দুইটা সেন্টার দুইটা যেন একসাথে থাকে। কলার টাকে টানা যাবে না ব্যান্ডটাকে টেনে টেনে মিলিয়ে সেলাই করতে হবে। ব্যাড টা যেহেতু রাউন্ড সেভাবে কলারের সাথে টেনে টেনে মিলিয়ে রাউন্ড করে সেলাই করতে হবে কলার টানা যাবে না পারলে কলার দেখতে খারাপ হবে। একইভাবে ফিউজ এর পাশ থেকে আসার পরে ঘুরিয়ে সেলাই করে লাগিয়ে দিতে হবে ব্যান্ডের সাথে নিচের যে কাপড়টা আছে ওই কাপড়ের সাথে।একে ভাবে অন্য পাশে সেলাই করতে হবে নিচের কাপড়টা কলারের সাথে রেখে উপরের ব্যান্ডটা টেনে টেনে কালারের সাথে মিলিয়ে সেলাই করতে হবে। সেলাই দেওয়ার সবাই একটা জিনিস খেয়াল রাখবেন যেন কলারটা ব্যান্ডের সাথে জয়েন্ট হয় জয়েন্ট না হলে কিন্তু সমস্যা কলারটা নষ্ট হতে পারে। সাইট থেকে হাফ ইঞ্চি পরিমাণ এলাউস রেখে বাড়তি কাপড় কাটতে হবে। উল্টিয়ে দেওয়ার পরে এ পাশে ব্যান্ডের সাথে কলারের যে জয়েন্টটা ছিল ওইটাতে এক সুতা স্পেস রেখে কলার এবং ব্যাড থেকে ১সুতা স্পেস রেখে সেলাই করতে হবে। এরপরে বাড়তি কাপড় গুলো কেটে দিলে কলার সেলাই করা কমপ্লিট।