Lokman

Fashion

0
Your Cart

Double wallet pocket stitching || ডবল ওয়ালেট পকেট সেলাই

ডবল ওয়ালেট পকেট সেলাই এটা হচ্ছে প্যান্টের ব্যাক পকেট। ব্যাক পকেটটা সেলাই করার জন্য প্রথমে ব্যাক পার্ট টা নিয়ে মিডিলে সাড়ে তিন ইঞ্চিতে একটা মার্ক করে নিতে হবে। এবং এই সাড়ে তিন ইঞ্চি পর্যন্ত একটা টেকিং হবে। আর টেকিং এর স্পেস হবে ২ সুতা পরিমাণ।সাড়ে তিন ইঞ্চিতে আবার মার্ক করে নিতে হবে কারণ উপর থেকে সাড়ে তিন ইঞ্চি নিচে পকেটটা হবে। পকেটের মুখটা হবে ৫ ইঞ্চি। টেকিং এর সোজা আড়াই ইঞ্চি রেখে দুই পাশে আড়াই ইঞ্চি ৫ ইঞ্চি টোটাল মার্ক করতে হবে। তারপরে পাশে গিয়ে সাড়ে তিন ইঞ্চিতে একটা মার্ক করে নিতে হবে। একইভাবে পাশেও সাড়ে তিন ইঞ্চিতে একটা মার্ক করে নিতে হবে পকেটটা যেন সোজা হয় এটার জন্য। এখন প্যান্টের নিচে পকেটিং এর কাপড় দিয়ে সেলাই করে নিতে হবে।

এখন পকেটের ওয়ালেট তৈরি করার জন্য ফিউজিং বসাতে হবে যেহেতু পকেটের মুখটা হবে ৫ ইঞ্চি ফিউজিংটা ৫ ইঞ্চিতে মার্ক  করে দিতে হবে এখন কেটে দিতে হবে ২সুতা পরিমাণ কাপড় রেখে। এখন পকেটের লুপ লাগাতে হবে তার জন্য আগের লুপ সেলাই করতে হবে এটা যেন বেশি মোটা না হয় ১সুতা পরিমাণ মোটা হলেই হবে।এখন এটাকে দুই ভাবে ভাগ করে একটা ফল সেলাই দিতে হবে। এখন ফিউজিং দুইটা লাগিয়ে নিতে হবে। ফিউতে গেছে দাগ দেওয়া হয়েছে ওই দাগের সোজা রেখে সেলাই দিয়ে এ পাশ থেকে ওপাশে নিয়ে যেতে হবে। উল্টো করে দেখে নিতে হবে সেলাই দুটো সোজা আছে কিনা।এখন ফিউজিং টাকে উল্টিয়ে হাত দিয়ে চাপ দিয়ে সমান করতে হবে ২ ভাজে ভাজ  করে ২সুতা  পরিমাণ চওড়া রেখে ওয়ালেট তৈরি করতে হবে।এটা ডবল ওয়ালেট পকেটে তাই উপরে এবং নিচে দুই পাশেই ওয়ালেট হবে তাই একটা ওয়ালেটের স্পেস হবে দুই সুতা পরিমাণ।

এখন এটাকে নিচের দিকে রেখে একইভাবে উপরেরটাও ২সুতা  পরিমাণ রেখে ওয়ালেট  তৈরি করতে হবে।সেলাইটা যেন ফিউজিং এর উপরে থাকে সেদিকে খেয়াল রাখতে হবে প্যান্টের কাপড় যেন সেলাই না হয়। দুইটা ফিউজিং দুই ভাবে রেখে মিডিল বরাবর একটা ভাজ দিয়ে ফিউজিং এর মাঝখানে কেটে দিতে হবে।নিচের ফিউজিং দুইটাকে দুই দিকে রেখে দিতে হবে যাতে ফিউজিং না কাটে এদিকে খেয়াল রাখতে হবে। এভাবে কেটে সেলাই পর্যন্ত আসা যাবে না হাফ ইঞ্চি পরিমাণ কাপড়  রাখতে হবে। এখন কাপড়গুলো সাইডে রেখে হাফ ইঞ্চি পরিমাণ কোনাকুনি করে কেটে নিতে হবে। সেলাই এর বাইরে যাতে কেচি না যায় এদিকে খেয়াল রাখতে হবে এরপরে উল্টিয়ে দিতে হবে একই ভাবে  দুই পাস উল্টায়ে দিতে হবে।উল্টিয়ে নেওয়ার পরে হাফ ইঞ্চি পরিমাণ যে এলাউন্স রাখা হয়েছিল ফিউজিং দুইটাকে একসাথে রেখে হাফ ইঞ্চি এলাউঞ্চা ফিউজিং এর সাথে সেলাই করে দিতে হবে। একইভাবে অন্য পাশে সেলাই করতে হবে। ফিউজিং এর হাফ ইঞ্চি কাপড় রেখে বাকি অংশ কেটে দিতে হবে। এখন পকেটিং এর কাপড়টা ফিউজিং এর সাথে সেলাই করে লাগিয়ে দিতে হবে এবং বাড়তি অংশটুকু কেটে দিতে হবে।

একইভাবে পকেটিংটা উল্টিয়ে নিচে যে ফিউজিং এর বাড়তি কাপড়টুকু এটা পকেটিং এর সাথে একটা সেলাই করে দিতে হবে। এখন পকেটিং এর ডাউন সাইডে সাড়ে তিন ইঞ্চি একটা দাগ দিতে হবে এবং এখানে একটা প্যান্টের কাপড় লাগাতে হবে। দাগের থেকে অবশ্যই যেন এটা এক ইঞ্চি নিচে থাকে সেদিকে খেয়াল রাখতে হবে। এখন এটাকে উল্টায় পকেটটা জয়েন করতে হবে। অবশ্যই জয়েন্ট করার আগে চারিপাশের কাপড়টা ঠিকঠাকভাবে অ্যালাউন্স আছে কিনা দেখে নিবেন।

ফিউজিং এর গোড়ায় একটা ভারটেক দিতে হবে। এখন উপরের সাইডের ফিউজিং এর একবারে পাশ দিয়ে সেলাই করে দিতে হবে।তার আগে লুপটা তেকিনের  সোজা দিয়ে দিতে হবে।এটা হচ্ছে বোটামের লুপ একবারে টিফিনের সোজা এভাবে ভিতর দিয়ে সেলাই করে দিতে হবে।এখানে সেলাই যেন প্যান্টের কাপড়ের উপরে না উঠে সেদিকে খেয়াল রাখতে হবে এবং একবারে ফিউজিং এর পাশ থেকে সেলাই করে দিতে হবে।একইভাবে এই পাশে এসে একটা রিপিট সেলাই করে দিতে হবে রিপিট সেলাই টা যেন নিচের ফিউজিং পর্যন্ত আছে তার থেকে নিচে যেন না যায়।উপরে নিচে দুই পাশেই যেন ফিউজিং এর সমান সমান থাকে সেলাইটা।

এখন লোকটাকে ভিতরে দিয়ে এখানে একটা ফল সেলাই দিতে হবে। এটা পরে ফিনিশিং দেওয়ার পরে খুলে দিতে হবে। এটা না দিলেও সমস্যা নাই কিন্তু দিলে ফিনিশিংটা সুন্দর হয়। এখন ভিতর থেকে চারিপাশে সেলাই দিয়ে দিতে হবে। সেলাই দেওয়ার আগে বাড়তি যে অংশটুকু আছে ঐগুলা কেটে দিতে হবে। হাফ ইঞ্চি এলাউন্স থাকলে তাতেই হবে তারপর এটাকে ভিতরের দিকে মোড়ে দিয়ে দুইটাকে চাপ সেলাই দিয়ে দিতে হবে। পকেটিং এর কাপড় ভিতর দিয়ে চারপাশ দিয়ে ঘুরিয়ে নিয়ে চাপ সেলাই করে দিতে হবে।এখন উপরের সাইডে প্যান্টের কাপড় সরিয়ে সাইটটা মুড়িয়ে নিয়ে সেলাই করে দিতে হবে।পকেটের যে বাড়তি আলগা অংশ এটাকে ভেঙে নিয়ে সেলাই করে দিতে হবে।এখন এই প্যান্টের কাপড়টা পকেটিং এর সাথে আরেকটা সেলাই দিয়ে জয়েন করতে হবে। এ ভাবে প্যান্টের ডাবল ওয়ালেট ব্যাক পকেট তৈরি করা শেষ হয়ে যাবে।

SHARE:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *