পকেটিং এর জন্য ২২ ইঞ্চি করে কাপড় নিতে হবে। দুইটা পকেট কাটার জন্য ২২ ইঞ্চি করে দুইটা কাটতে হবে। পকেটিং এর জন্য আপনারা সাদা কাপড়ে দিতে পারেন কালো কাপড়ও দিতে পারেন। ৪৪ ইঞ্চি কাপড়কে দুইটি ভাগে ভাগ করে সামনের দুইটা ক্রস পকেট পিছনের একটা ব্যাক পকেট এবং একটা টিকেট পকেট ২২ ইঞ্চি কাপড় ।
২২ ইঞ্চি কাপড় দুইটাকে ভাজ করে জয়েন্ট দুইটা সাইড একসাথে রেখে ভাজ দিতে হবে। এভাবে আড়াই ইঞ্চি করে একটা ভাজ দিতে হবে এটা হচ্ছে কোমরের বেল্টের জন্য। এরপরে ফিনিশিং দিয়ে সোজা করে কেটে দিতে হবে। বেল্টটা কেটে নেওয়ার পরে কাপড় দুটিকে মেলে বোতামে টিকেট পকেটটা বের করতে হবে। টিকিট পকেটের জন্য ছয় ইঞ্চি নিতে হবে এরপরে কেটে দিলে টিকিট পকেটের কাপড় কাটা শেষ। এখন ব্যাক পকেট কাটার জন্য সাড়ে সাত ইঞ্চি কাপড় নিয়ে কেটে নিতে হবে।
বেল্ট ব্যাক পকেট এবং টিকিট পকেট কাটার পরে বাড়তি যে কাপড় থাকবে এটাকে চারটি বাজে ভাঁজ করতে হবে কাটা সাইটগুলো একসাইডে থাকবে এবং জয়েন্ট সাইট গুলো এক সাইডে। ভাট করার পরে পকেটের মাপ নিতে হবে পকেটে টোটাল লম্বা থাকবে সাড়ে ১৪ ইঞ্চি। সাড়ে চোদ্দ ইঞ্চিতে মার্ক করে নিতে হবে। প্যান্টের পকেটের মুখ থাকবে সাড়ে সাত ইঞ্চি কিন্তু পকেটিং এ ১০ ইঞ্চি রাখতে হবে না হলে এলাওস থাকবেনা।এভাবে ক্রস পকেট কেটে দিতে হবে ।নেক্সট যেটা হচ্ছে পেটের সাথে সাথে পকেট এগুলা মিলাতে হবে এবং প্রাকৃতিক বিলিয়ে নিয়ে পকেটের ভিতরে যে পুঁটি থাকে সেটাকে মিলিয়ে নিতে হবে।
এটার সাথে প্রাকৃতিক বিলিয়ে কাটিং করে নিতে হবে। পকেটের জন্য থাই পার্ট নিতে হবে চার পার্টে কারণ ক্রস পকেট দুইটা করে হয় এটার জন্য দুইটা করে চার part ।কেটে নেওয়ার পরে পকেটের জন্য প্রথম কুচি থেকে দ্বিতীয় কুচি পর্যন্ত দেড় ইঞ্চি মার্ক করতে হবে। আড়াই ইঞ্চিতে পকেটের জন্য ক্রস হবে এবং আট ইজি পকেটের মুখটা নামবে।