প্যান্ট কাটিং করার জন্য প্রথমে প্যান্টের কাপড়টি কে উল্টা করে দুইটি ভাজে ভাজ করে নিতে হবে।একবারে উপরে সোজা করে একটা দাগ দিতে হবে দাগের এখানে এক ইঞ্চি ছেড়ে দিয়ে তারপরে লম্বার মাপ নিতে হবে।লম্বা হচ্ছে ৩৭ ইঞ্চি ২ ইঞ্চি বাড়তি কাপড় নিতে হবে নিচের হ্যাম সেলাই এর জন্য।এটার গান আছে ২৬ ইঞ্চি ২৬ থেকে ৬ ইঞ্চি বাদ দিয়ে ২০ ইঞ্চি থেকে দুই ভাগে ভাগ করলে ১০ ইঞ্চি তে মার্ক করে দিতে হবে।প্যান্টের সব হাইয়ের ক্ষেত্রে টোটাল একই রকম নিয়ম ছয় ইঞ্চি বাদ দিয়ে তারপরে দুইটি ভাগে ভাগ করে তার হাফ ইঞ্চি নিতে হবে। এখন বাদ দেওয়া জায়গা গুলো মার্ক করে নিতে হবে স্কেল দিয়ে।
প্রথমে রানের মাপটা নিতে হবে উপর থেকে নিচে যে সোজা ডাক্তার দেওয়া হয়েছে অর্থাৎ হাই এর মাপ এটা রান আছে ২১ ইঞ্চি প্রথমে ৮ ইঞ্চিতে একটা মার্ক করতে হবে এখান থেকে আড়াই ইঞ্চিতে আরেকটা দাগ দিতে হবে আড়াই ইঞ্চির মাঝে আরেকটা দাগ এটা হচ্ছে কেওড়ের জন্য। এখন মিডিল করতে হবে একবারে লাস্টের দাগ থেকে ইঞ্চি পেটটাকে ধরে মিডিল করে নিতে হবে। এখানে সাইডে কতটুকু আছে এর পরিমাণ রেখে মিডিল করে নিতে হবে।এটার নিচের মোহরী আছে ১৩ ইঞ্চি ১৩ইঞ্চির ২ ভাগের এক ভামার্ক গ সেন্টার করে দিতে হবে। এখন মাঝে যে ডাক্তার দেওয়া হয়েছিল কেউ আর এর জন্য ওই দাগটা ধরে উপরের দিকে দিয়ে দিতে হবে একইভাবে অন্য দাঁগ টা ও দিতে হবে।এখন সেভ কাট দিয়ে ওপর থেকে নিচ পর্যন্ত সুন্দর করে দাগগুলো মার্ক করে দিতে হবে।একইভাবে অন্য সাইডটাও সেভ কাট দিয়ে মার্ক করে নিতে হবে।
এখন কোমরের মাপ এটা হচ্ছে ৩২ ইঞ্চি তার জন্য 8 ইঞ্চিতে মার করতে হবে। এবং ২ ইঞ্চি বাড়তি নিতে হবে টেকিং এবং কুচির জন্য।এরপরে পকেটের জন্য দাগ দিতে হবে এরপরে কেটে নিতে হবে। সাইট থেকে ভিতরের দিকে একটু রাউন্ড করে কাটতে হবে কারণ সাইড একটু নিচে থাকে যার জন্য হাফ ইঞ্চি বেশি কাটতে হবে। সামনের পার্টে খেলার জন্য অ্যালাউন্স রাখার দরকার নাই সেলাইয়ের জন্য সেটা পিছনের পাটে রাখলেই হবে। একুরেট মাপ রেখে কেটে নিতে হবে। এখন বাইরের সাইটটা কাটতে হবে দাগের থেকে একটু বাড়তি বাড়তে হবে।এখন পিছনের দুইটা পার্ট কাটলে প্যান্ট কাটিং করা সম্পূর্ণ শেষ। এখন প্যান্টিকে ২টি ভাজে ভাঁজ করে দেখে নিতে হবে উপরে এবং নিচে রাউন্ড সমান আছে কিনা।উপরের দিকে একটা সেন্টার করে নিতে হবে অর্থাৎ মিডিলে একটা কুচি হবে ওটার জন্য।
যাতে সুন্দর ফিটিং হয় তার জন্য আপনারা আরেকটু কাপড় কেটে নিতে পারেন। যারা লুজ করে তাদের টা ছাটার দরকার নাই যারা ফিটিং করেন তাদের জন্য একটু ছেটে নিলে হবে। উল্টা পাশে একটা মার্ক করে নিবেন চক দিয়ে।এখন পিছন পাট্টা কাটিং করার জন্য দুইটা পাট আলাদা করে নিতে হবে অর্থাৎ ওটার উপর রেখে তারপর কাটিং করতে হবে। এখন পিছনের কাপড় কাটার জন্য প্রথমে কাপড়কে দুইটি ভাজে ভাগ করে নিতে হবে তারপরে সামনের পার্টটা উপরে রেখে চারপাশ দিয়ে সেভ কার্ড দিয়ে সেন্টার করে নিতে হবে।সামনের পাট থেকে পিছনের পাটের হাই এর এখানে তিন ইঞ্চি বেশি নিতে হবে। তিন ইঞ্চি বেশি পরিমাণ রেখে সেন্টার করতে হবে।
এখন সামনের পার্টটা সরায় নিতে হবে সরিয়ে হিপের জন্য মাপ নিতে হবে হিপের চার ভাগের এক ভাগ দাগের পাশে দিতে হবে। এটার হিট আছে ৩৪ ইঞ্চি দুই ইঞ্চি বেশি নিয়ে মার্ক করতে হবে।কোমরের মাপ দিতে হবে কোমর আছে ৩২ ইঞ্চি এবং হাফ ইঞ্চি হচ্ছে তেকেনের জন্য জন্য দুই ইঞ্চি নিতে হবে বাড়তি কাপড়।এখন কোমরের মাপ এবং তেকিনের মাপের সাথে এটা মিডিল করতে হবে সাড়ে চার ইঞ্চি। এখন দাগ দেওয়া জায়গা গুলো স্কেল দিয়ে সেন্টার করে নিতে হবে।কোমরের দাগ যেটা আছে ওটা প্লাস পর্যন্ত মিলায় দিতে হবে। এখন এটাকে দাগের সোজাসুজি কেটে নিতে হবে।