Lokman

Fashion

0
Your Cart

pant stitching first part.প্যান্ট সেলাই ১ম অংশ।

আজকের শিখব প্যান্ট কিভাবে সেলাই করতে হয়। 

প্যান্ট সেলাই করতে প্রথমে যে জিনিসগুলো আমাদের তৈরি করে নিতে হবে তা হল, বেল্ট ।

বেল্টের কাপড়টা এক পার্ট এ  নিতে হবে 5 ইঞ্চি। অর্থাৎ, দুই পার্টে আড়াই ইঞ্চি করে নিতে হবে। 

বেল্টের মাথাটা প্রথমে দুই সুতা পরিমাণ  মরে সেলাই করে নিতে হবে। এখন ৫ ইঞ্চি পরিমাণ একটা কাপড় সেলাই করে নিব। উপর থেকে সেলাই করে বেল্টের মাঝ পর্যন্ত আনতে হবে, একইভাবে চারপাশ দিয়ে সেলাই করে দিতে হবে। সেলাই করা শেষে উপর থেকে কোনাকুনি করে সেলাই এলাউন্স রেখে কেটে নিতে হবে। কেটে নেওয়া শেষের পকেটের উপর দিক দিয়ে উল্টিয়ে নিতে হবে। হাত দিয়ে চাপ দিয়ে ফিনিশিং করে নিতে হবে। সাইড দিয়ে সাব সেলাই দিয়ে নিতে হবে। ওপর দিক দিয়ে নিচ দিকে সেলাই নিতে হবে।নিচ থেকে সেলাই নিয়ে বেল্টের একবার পাস পর্যন্ত আরেকটা চাপ সেলাই দিয়ে উপর দিকে এনে।নিচ দিয়ে এনে বেলটা বসিয়ে দিতে হবে। ভেতরের দিক দিয়ে সেলাই করে নিতে হবে। একইভাবে চারপাশ দিয়ে সেলাই করে দিতে হবে।

আমাদের টিকেট পকেট টা তৈরি করা হয়ে গেছে। এখন এখানে বেল্ট জয়েন্ট করতে হবে বেল্টে যে দাগ দেয়া আছে পেস্টিং থেকে এক সুতা টা আউট সাইডের সেলাই দিতে হবে। বেল্টে যে মার করা আছে ১ ইঞ্চির ভিতরে দিয়ে মুড়ি দিয়ে সেলাই করে নিতে হবে। বেল্ট এর উপরে দিয়ে পকেটিং এর উপরে চাপ দিয়ে আরেকটা সেলাই দিলে নিতে হবে। প্রথম থেকে শেষ পর্যন্ত চাপ সেলাই দিয়ে নিতে হবে। অবশেষে এটা যেন পকেটিং এর উপরে অংশ থাকে। বেল্ট দুইটাকে কে আলাদাভাবে কেটে নিতে হবে। ডেলটা তৈরি হয়ে গেছে পকেটটা তৈরি হয়ে গেছে। উপরে আরেকটা কাপড় নিয়ে লম্বা ১০ ইঞ্চি নিতে হবে চওড়া আড়াই থেকে তিন ইঞ্চি নিতে হবে। হালকা সেলাই করে রাউন্ড করে সেলাই করে নিতে হবে। বাড়িতে অংশটুকু ছেটে ফেলতে হবে। এখন এটাকে উল্টিয়ে নিতে হবে।উল্টানোর পরে  একটা চাপ সেলাই দিয়ে নিবেন। আগা মাথা চাপ সেলাই দিয়ে নিবেন। হাফ ইঞ্চি রেখে  দুই থেকে তিনটা সেলাই দিয়ে নিবেন। এতে করে সেলাই টা  মজবুত হয়। অবশ্যই হাফ ইঞ্চি কাপড় এলাউন্স রেখে সেলাই করতে হবে। তো বাড়তি পকেটিং টা কেটে নিবেন। প্যান্টের অরজিনাল কাপড়টা যেন না কাটে সেদিকে খেয়াল রাখবেন। এলাউন্স যেন অবশ্যই হাফ ইঞ্চি থাকে। ফিনিশিং এর জন্য সুতা গুলো কেটে নিবেন। ফ্লাই থেকে ১ ইঞ্চি উপরে।জিপার  দিয়ে সেন্টার করে নিবেন সেখানে চেন টা লাগাতে হবে। 

এখন বেল্ট লক তৈরি করতে হবে। বেল্টটা ভাঁজ করে নিয়ে, চারপাশ দিয়ে সেলাই করে দিতে হবে। সেলাই করার পরে ৪ ইঞ্চি করে লম্বা করে কেটে নেবেন।

লুজ ফিটিং প্যান্ট সিলাই প্রথমম অংশ আধুনিক রুচিসম্মত পোশাক তৈরির বিশ্বস্ত প্রতিষ্ঠান। এখানে শার্ট,প্যান্ট, স্যুট,কোর্ট, পন্জাবি,ইউনিফর্ম,স্যালোয়ার,কামিজ, বাচ্চা,পুরুষ ও মহিলাদের সব ধরনের কাজ করা হয়। দক্ষ করিগর,এবং দক্ষ মাষ্টার দারা কাজ করা হয়।

SHARE:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *