প্রথমে টেস্টিং টাকে কাপড়ে হিট দিয়ে বসিয়ে নিতে হবে। এরপরে সাইডে দুই সুতা পরিমাণ এলাউন্স রেখে সেলাই করে দিতে হবে। একইভাবে দুটি পার্ট সেলাই করে নিতে হবে। নিচের হ্যান্ড যে সেলাই টা আছে ওটা আগে সেলাই করে নিতে হবে ২সুতা পরিমাণ এলাউন্স রেখে। এখন দুই পাশে লাঞ্চটাকে মাঝখানে কেটে দিতে হবে। এখন এটাকে হাতার সাথে জয়েন্ট করতে হবে ।জয়েন করার আগে হাতার বাড়তি অংশ থাকলে সেটাকে সমান করে নিতে হবে।





উল্টা করে ধরে টেস্টিং সোজা করে চোক দিয়ে সেন্টার করে নিতে হবে। তবে সোজাসোজি সেন্টার করে নিলে আপ ডাউন হবে না। চোখ দিয়ে দেখাটা সেন্টার করা হয়েছে ওখান থেকে সেলাই শুরু করতে হবে। এখানে শার্টের যে হাতাটা আছে এটাকে পালটা করে সেলাই করতে হবে। পাল্টা ভাবে রেখে শার্টের কাপ যেটা আছে সেটা কেউ পাল্টা ভাবে রেখে সেলাই দেওয়ার আগে মাপ দিয়ে দেখে নিতে হবে যে কতটুকু বেশি আছে কারণ দুইটা কচির ভিতর বেশি কাপড়টুকু দিয়ে দিতে হবে। কুচিটা হবে সামনের সাইডে একটা কুচি দিতে হবে মিডিলে হাফ ইঞ্চির নিচে আরেকটা হবে তার হাফ ইঞ্চি নিচে। এখন এটাকে উল্টিয়ে শার্টের হাতা সোজা রেখে পেস্টিং এর সাইট থেকে সেলাই দিতে হবে।





সেলাইটা যেন পেস্টিং এর উপরে না আসে সেদিকে খেয়াল রাখতে হবে। কারণ এটা পেস্টিং এর উপরে আসলে উল্টাতে পড়ে ঝামেলা হবে এটার জন্য পেস্টিং এর সাইট থেকে সেলাই করতে হবে।সোজা করে রেখে পেস্টিংয়ের চারপাশে সেলাই করে দিতে হবে।এখন তুই সুতা পড়ে মারা লাঞ্চ রেখে বাড়তে কাপড়টুকু কেটে দিতে হবে। ঠিক একই ভাবে অন্য সাইডে বাড়তি কাপড় কেটে উল্টিয়ে দিতে হবে। এরপরে সাইট টা ভিতরে দিয়ে চাপ সেলাই দিতে হবে। নিজের কাপড়টা সমান করে নিতে হবে তারপরে সাইট থেকে চাপ সেলাই দিয়ে দিতে হবে। সাইট থেকে ২সুতা ভিতর দিয়ে আবারো চারদিকে চাপ সেলাই হবে। এভাবে হাতের কাপ লাগানো শেষ। একইভাবে দ্বিতীয় কাপ টাও লাগাতে হবে।